স্পোর্টস ডেস্ক,
এশিয়া কাপে টানা ম্যাচ খেলার ব্যস্ততায় এবার পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে লড়াই শেষ না হতেই বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে অঘোষিত সেমিফাইনালে নামছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
ভারতের কাছে হারের পর ফাইনালে যাওয়ার সমীকরণ এখন একেবারেই সহজ—পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হবে ফাইনাল। তবে হেরে গেলে ফাইনালে ভারতের প্রতিপক্ষ হয়ে যাবে পাকিস্তান।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, পাকিস্তান ম্যাচে দলে ফিরছেন অধিনায়ক লিটন দাস। তার জায়গা করে দিতে বাদ পড়তে পারেন তানজিদ তামিম, যিনি গত দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন।
মিডল অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা কম থাকলেও স্পিন বিভাগে থাকছেন রিশাদ হোসেন ও মাহেদী হাসান। পাকিস্তানের ব্যাটিং লাইনআপে বেশ কয়েকজন বাঁহাতি থাকায় মাহেদীর একাদশে থাকার সম্ভাবনা প্রায় নিশ্চিত। অন্যদিকে, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে তাসকিন আহমেদ ফিরতে পারেন দলে, যিনি জায়গা নেবেন মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে। তৃতীয় পেসার হিসেবে সুযোগ পেতে পারেন তানজিম হাসান সাকিব।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
1. লিটন কুমার দাস (অধিনায়ক)
2. পারভেজ হোসেন
3. সাইফ হাসান
4. তাওহিদ হৃদয়
5. শামীম হোসেন
6. জাকের আলী
7. মাহেদী হাসান
8. রিশাদ হোসেন
9. মুস্তাফিজুর রহমান
10. তাসকিন আহমেদ
11. তানজিম হাসান সাকিব