ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
গোপালগঞ্জের মুকসুদপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হাফবজ মাতুব্বর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহারাজপুর ইউনিয়নের খান্দকারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া হাফবজ মাতুব্বর একই গ্রামের শওকত মাতুব্বরের ছেলে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, হাফবজ কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। কিন্তু সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুরা ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। পরিবারের লোকজন দ্রুত গিয়ে পুকুর থেকে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে।
স্থানীয়দের মতে, এলাকায় ছোট শিশুদের খেলার সময় অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখার প্রয়োজনীয়তা আরও একবার স্পষ্ট হলো এই ঘটনায়।