স্পোর্টস ডেস্ক,
এশিয়া কাপের সুপার ফোরে আজ রাতে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই আইসিসি থেকে এসেছে দারুণ এক সুসংবাদ। হালনাগাদ হওয়া টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার।
বাংলাদেশের পেস আক্রমণের ভরসা মুস্তাফিজুর রহমান ফিরেছেন বোলারদের সেরা দশে। এশিয়া কাপে শেষ দুই ম্যাচে দারুণ ফর্মে থাকা এই বাঁহাতি পেসার শিকার করেছেন ছয় উইকেট। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে আবারও এলিট তালিকায় জায়গা করে নিলেন তিনি।
অন্যদিকে ব্যাটিং তালিকায় বড় চমক সাইফ হাসান। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তার ৬১ রানের ম্যাচজয়ী ইনিংস এক লাফে তাকে এগিয়ে দিয়েছে ১৩৩ ধাপ। বর্তমানে ব্যাটারদের তালিকায় তার অবস্থান ৮১তম স্থানে।
শুধু মুস্তাফিজ বা সাইফই নন, আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার র্যাঙ্কিংয়ে নজর কাড়ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিং করা শেখ মাহেদী তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৭তম স্থানে। রিশাদ খান দুই ধাপ পিছিয়ে এখন ২৬তম স্থানে আছেন। তাসকিন আহমেদ এক ধাপ নেমে গেছেন ৩১ নম্বরে। অন্যদিকে তানজিম হাসান সাকিব দুই ধাপ এগিয়ে পৌঁছেছেন ৪০তম স্থানে। তবে শরিফুল ইসলাম ছয় ধাপ পিছিয়ে নেমে গেছেন ৬৪তম স্থানে।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে এমন সুখবর নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে টাইগার শিবিরে।