স্পোর্টস ডেস্ক,
প্রতিপক্ষ ভারত নাকি অস্ট্রেলিয়া—এসব নিয়ে মাথা ঘামাতে চান না টাইগার অলরাউন্ডার মাহেদী হাসান। তার ভাষায়, “আমি বেশি কিছু চিন্তা করছি না। যেভাবে একটা আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়, সেভাবেই আছি। প্রতিপক্ষ কে, সেটা আমার কাছে মুখ্য নয়।”
বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা। তবে খেলোয়াড়দের কাছে সেটা অন্য রকম কিছু নয় বলেই জানালেন মাহেদী। তিনি বলেন, “এসব তো দর্শক বা মিডিয়ার তৈরি করা হাইপ। আমরা ক্রিকেটাররা প্রতিটি ম্যাচেই সমান গুরুত্ব দিই। ভারতের বিপক্ষে হোক বা অন্য কারও সঙ্গে, খেলার মানসিকতা একটাই—সেরা ক্রিকেটটা খেলতে হবে।”
আগামী ২৪ সেপ্টেম্বর সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৫ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।