বিনোদন ডেস্ক,
লাদাখে নতুন ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, বরফে ঢাকা লাদাখের কনকনে ঠান্ডায় চলছে ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির শুটিং। মোট ৪৫ দিনের এই শুটিং সূচির মধ্যে সালমানের জন্য নির্ধারিত ছিল ১৫ দিন। এর মধ্যেই তিনি লড়াই ও আবেগঘন বেশ কিছু দৃশ্যে অংশ নেন। প্রচণ্ড ঠান্ডা (১০ ডিগ্রির নিচে) আর অক্সিজেনের স্বল্পতায় টানা কাজ করতে গিয়ে আহত হন তিনি। তবুও শুটিং শেষ করে নিজের পেশাদারিত্বের পরিচয় দেন ভাইজান।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, লাদাখ অধ্যায়ের শুটিং শেষ হওয়ায় এখন কিছুদিন বিশ্রামে থাকবেন সালমান খান। সুস্থ হয়ে মুম্বাইয়ে ছবির পরবর্তী শুটিংয়ে অংশ নেবেন তিনি।