ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
দেশের নতুন ছয়টি রাজনৈতিক দল নিবন্ধন পাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সূত্র। এর মধ্যে রয়েছে গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইসির চূড়ান্ত অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে কমিশন আনুষ্ঠানিক বৈঠকে অনুমোদন দেওয়ার আগে কোনো দলের নাম প্রকাশ করতে চাইছে না। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের সভায় হবে। এরপরই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন সংক্রান্ত বিষয় গণমাধ্যমকে জানানো হবে।”
ইসি সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দলকে নিবন্ধন দেওয়ার জন্য নথি চূড়ান্ত পর্যায়ে তোলা হয়েছে।