প্রিন্ট এর তারিখঃ Oct 8, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2025 ইং
কোটালীপাড়ার কালীগঞ্জে নৌকা বাইচে উৎসবের আমেজ, হাজারো মানুষের ঢল

চন্দন বিশ্বাস,
স্পেশাল করেসপন্ডেন্ট, ভয়েস অফ গোপালগঞ্জ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কালীগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় দুর্দান্ত সব নৌকা। প্রতিযোগিতা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ভিড় করেন হাজারো মানুষ।
আয়োজিত এই নৌকা বাইচকে ঘিরে কালীগঞ্জ এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। সকাল থেকেই নদীপাড়ে জড়ো হতে থাকেন দর্শনার্থীরা। বিকেল গড়াতেই প্রতিযোগিতা শুরু হলে উল্লাসে ফেটে পড়ে গোটা এলাকা। ঢাক-ঢোল আর করতালির শব্দে মুখরিত হয়ে ওঠে কালীগঞ্জের আকাশ-বাতাস।
নৌকা বাইচে অংশগ্রহণকারী নৌকাগুলো নানা সাজে-গোজে, রঙিন পতাকা ও ঢোলের তালে দুলতে দুলতে প্রতিযোগিতাকে করে তোলে আরও বর্ণাঢ্য। প্রতিযোগীদের ছন্দবদ্ধ বৈঠা চালনা, নদীর বুক চিরে এগিয়ে চলা আর দর্শকদের হর্ষধ্বনি মিলিয়ে এক অনন্য আবহ তৈরি হয়।
এছাড়া নৌকা বাইচকে কেন্দ্র করে আয়োজিত মেলায় বসেছে নানা ধরনের দোকানপাট। খেলনা, মিষ্টি, ফাস্টফুডসহ গ্রামীণ ঐতিহ্যের সামগ্রীতে জমে ওঠে ব্যবসা। শিশু-কিশোরদের সঙ্গে পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভাগ করে নেন এলাকাবাসী ও আগত দর্শনার্থীরা।
স্থানীয়রা জানান, নৌকা বাইচ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি গ্রামীণ সংস্কৃতির অন্যতম আনন্দঘন উৎসব। প্রতিবছরই এই আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ গোপালগঞ্জ