অন্তর হোসেন পিয়াস,
ক্রাইম রিপোর্টার, ভয়েস অফ গোপালগঞ্জ
গোপালগঞ্জের উলপুর বাজার এলাকায় সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। পানি উন্নয়ন বোর্ড ও সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে একের পর এক দোকান ও স্থাপনা নির্মাণ করায় বাজারের স্বাভাবিক চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানান, বাজারের ভেতরে ফুটপাত না থাকায় প্রতিদিনই মানুষজনকে চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে। যানজটের পাশাপাশি যেকোনো সময় দুর্ঘটনার শঙ্কা তৈরি হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে নারী ও বয়স্ক মানুষরা সবচেয়ে বেশি ভুক্তভোগী।
পানি উন্নয়ন বোর্ডের জায়গা ছাড়াও সড়ক বিভাগের জমি দখল করে বহু বছর ধরেই চলছে দোকান নির্মাণের প্রবণতা। অথচ এসব অবৈধ স্থাপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না সংশ্লিষ্ট দপ্তরকে।
এ বিষয়ে উলপুর ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করা হলে তারা জানান, এই জায়গায় কাউকে কোনো ইজারা দেওয়া হয়নি। কিন্তু ইজারা না পেয়েও জোরপূর্বক দোকান নির্মাণ ও ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু প্রভাবশালী ব্যবসায়ী।