ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাদ থেকে জমিতে পানি পড়া নিয়ে বিরোধের জেরে ভাই ও ভাতিজাদের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার উনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আনন্দ ঘোষ (৪৫)। তিনি একই গ্রামের সুধীর ঘোষের ছেলে। অভিযুক্তরা হলেন—নিহতের ভাই গৌরাঙ্গ ঘোষ (৫২), কালা ঘোষ (৫০) ও যুগল ঘোষ (৩০) এবং ভাতিজা নয়ন ঘোষ (২৮) ও সৌরভ ঘোষ (২৫)। নয়ন ও সৌরভ কালা ঘোষের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাদ থেকে জমিতে পানি পড়া নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিস-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। রবিবার দুপুরে আবারো এ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হলে অভিযুক্তরা আনন্দ ঘোষকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মিতা ঘোষ অভিযোগ করে বলেন, “বৃষ্টির পানির ঘটনাকে কেন্দ্র করে দেবর ও ভাশুররা আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে।”
কান্নাজড়িত কণ্ঠে নিহতের মেয়ে অথৈ ঘোষ বলেন, “আমার কাকা ও কাকাতো ভাইয়েরা মিলে বাবাকে হত্যা করেছে। আমরা তাদের ফাঁসি চাই।”
প্রতিবেশী বাচ্চু হাওলাদার বলেন, “এ নিয়ে আগেও একাধিকবার সালিস হয়েছে, কিন্তু অভিযুক্তরা কোনো সিদ্ধান্তই মানেনি। শেষ পর্যন্ত আনন্দকে জীবন দিতে হলো।”
ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে আছেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।