ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক
দেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “শান্তিই সর্বোচ্চ শান্তি।” অনেক সিদ্ধান্ত প্রথমে কষ্টের মনে হলেও, সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো দেশের জন্য স্থিতি ও শান্তি বয়ে আনবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন,
> “জাতীয় নানা ইস্যুতে সমঝোতায় পৌঁছানোই হবে মূল সমাধান। যুক্তির শেষ নেই—কিন্তু সমাধান আছে সমঝোতায়। সিদ্ধান্ত নিতে হবে ঐকমত্যের ভিত্তিতে, কোলাকুলি করেই।”
তিনি আরও উল্লেখ করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান জাতিকে নতুন যাত্রার সুযোগ করে দিয়েছে। এ সুযোগকে অর্থবহ করতে হলে ঐক্য ও সমঝোতার পথেই এগিয়ে যেতে হবে।
জুলাই সনদ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা দৃঢ়তার সঙ্গে বলেন,