বিনোদন ডেস্ক,
ভয়েস অফ গোপালগঞ্জ
ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে ঘিরে ভক্তদের কৌতূহল সবসময়ই তুঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অনেক ভক্ত তার চেহারার মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণী নায়িকাদের সঙ্গে।
অপু বিশ্বাস বলেন,
> “ভক্তরা তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান। মেকআপ ছাড়া দেখলে আমাকে তামান্না ভাটিয়ার মতো মনে করেন। শুকিয়ে গেলে কিয়ারা আদভানি, আবার কখনো সারা আলি খানের সঙ্গেও তুলনা করেন।”
শুধু ভক্তই নন, সহশিল্পীরাও এমন মন্তব্য করছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে অপু বিশ্বাসের মন্তব্য ঘিরে একটি ফটোকার্ড শেয়ার করেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সেখানে তিনি লিখেন—
> “অপু বিশ্বাস দিদি, তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো।”
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ মিষ্টি জান্নাতের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ মজার ছলে নানা মন্তব্য করেছেন।
উল্লেখ্য, মিষ্টি জান্নাত ২০১৪ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর তুই আমার রানী, আমার প্রেম তুমি, চিনিবিবিসহ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন দন্তচিকিৎসকও। গত বছর শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এলেও সংবাদ সম্মেলন করে বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন এই অভিনেত্রী।