প্রিন্ট এর তারিখঃ Oct 8, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের অসামাজিক কার্যকলাপ: নজর নেই প্রশাসনের

অন্তর হোসেন পিয়াস,
ক্রাইম রিপোর্টার
ভয়েস অফ গোপালগঞ্জ
গোপালগঞ্জ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান রেলওয়ে স্টেশন। যাত্রীদের জন্য এটি হওয়ার কথা নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ। কিন্তু বাস্তবে চিত্র ভিন্ন। প্রতিদিন স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী জড়ো হচ্ছে এই স্টেশনে। বন্ধু-বান্ধবীর আড্ডা, প্রেমিক-প্রেমিকার অবাধ মেলামেশা, এমনকি প্রকাশ্যে অসামাজিক কর্মকাণ্ড—সব মিলিয়ে রেলওয়ে স্টেশন রূপ নিয়েছে অশোভন কার্যকলাপের কেন্দ্রস্থলে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, শিক্ষার্থীরা পড়ালেখা না করে এখানে সময় নষ্ট করছে। দিনের পর দিন এই দৃশ্য দেখতে দেখতে সাধারণ মানুষও বিরক্ত হয়ে পড়েছে। যাত্রীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ।
রেলওয়ে প্রশাসনের সঙ্গে কথা বললে জানা যায়, জনবল সংকটের কারণে তারা নিয়মিত তদারকি করতে পারছে না। এতে সুযোগ নিচ্ছে কিছু সংখ্যক কিশোর-কিশোরী।
শহরের সচেতন মহলের দাবি, এভাবে শিক্ষার্থীদের বেপরোয়া আচরণ নিয়ন্ত্রণ না করা হলে এর প্রভাব সমাজে মারাত্মক আকার ধারণ করবে। তারা দ্রুত প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ গোপালগঞ্জ