ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৪৫টি প্রবাসী বাংলাদেশি সংগঠন। তারা এক যৌথ বিবৃতিতে মন্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানায়।
অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক এন্ড রিলিজিয়াস মাইনোরিটিজ ইন বাংলাদেশ লিমিটেডের পরিচালক শর্মিষ্ঠা সাহা সংগঠনগুলোর পক্ষে এই বিবৃতি পাঠান।
সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে বলেন— “দুর্গাপূজায় মদ-গাঁজার আসর বসানো যাবে না।” এই বক্তব্যকে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী উল্লেখ করে প্রবাসী সংগঠনগুলো বলেছে, দেশের দেড় কোটি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা শুধু অপমানজনক নয়, বরং বাংলাদেশ ও বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের দায়িত্বশীল পদে থেকে এমন উসকানিমূলক মন্তব্য উগ্র গোষ্ঠীগুলোর জন্য বিপজ্জনক অজুহাত তৈরি করবে। বিশেষ করে দুর্গাপূজার শোভাযাত্রা, বিসর্জন ও অন্যান্য ধর্মীয় আয়োজনকে ভুয়া অজুহাতে বাধাগ্রস্ত করার সুযোগ পাবে চরমপন্থীরা।
চার দফা দাবি:
১. অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা তার মন্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইবেন।
২. ক্ষমা না চাইলে তাকে পদ থেকে অব্যাহতি দিতে হবে।
৩. অন্তর্বর্তী সরকার বিদ্বেষমূলক বক্তব্য থেকে বিরত থেকে সারা দেশে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করবে।
৪. ভবিষ্যতে কোনো ধর্মীয় উৎসবকে অবমাননা বা সীমাবদ্ধ করা হবে না এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, কমনওয়েলথ ও বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানানো হয় বিষয়টি নজরে এনে বাংলাদেশকে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় বাধ্য করার জন্য।
বিবৃতির শেষে সংগঠনগুলো বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা, বহুত্ববাদ ও আন্তঃধর্মীয় সম্প্রীতির প্রতি অবিচল সংহতি প্রকাশ করে।