স্পোর্টস ডেস্ক,
নেপালে রাজনৈতিক অস্থিরতায় কয়েকদিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান জামাল ভূঁইয়াসহ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।
কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বুধবার থেকে সচল হলে বৃহস্পতিবার সকালে সেখানে যান বাংলাদেশ দল। সেখান থেকে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা হন। দলের সঙ্গে থাকা সাংবাদিকরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ফুটবলারদের দেশে আনার জন্য বিমানবাহিনীর বিমানটি আজ সকাল ১১টা ৫৩ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায়।
উল্লেখ্য, এশিয়ান কাপ বাছাই সামনে রেখে দুটি প্রীতি ম্যাচ খেলতে গত সপ্তাহে নেপাল গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ানোর আগেই দেশজুড়ে বিক্ষোভ ও সংঘর্ষে অচল হয়ে পড়ে কাঠমান্ডু। ৯ সেপ্টেম্বর থেকে ফ্লাইট বন্ধ থাকায় হোটেলবন্দি হয়ে পড়েন খেলোয়াড়রা।