ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের দুই নেতা একযোগে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে কাশিয়ানী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন—কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী মোল্লার ছেলে হাকিম মোল্লা (৫৬) এবং মৃত আয়নাল মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৪০)। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
সংবাদ সম্মেলনে তারা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাদের নাম মহেশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে এ পদে থেকে তারা কখনো কোনো দায়িত্ব পালন করেননি। তাই স্বেচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম থেকে নিজেদের অব্যাহতি ঘোষণা করেছেন।