শিক্ষা ডেস্ক,
একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন চলছে। শনিবার (২৩ আগস্ট) থেকে শুরু হওয়া এ আবেদন চলবে সোমবার (২৫ আগস্ট) রাত ৮টা পর্যন্ত। এ সময়ের মধ্যে শিক্ষার্থীরা অনলাইনে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
ভর্তির নীতিমালা অনুসারে আগামী ২৮ আগস্ট রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফলাফল ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। পরবর্তী দুই দিন, অর্থাৎ ২৯ ও ৩০ আগস্ট দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে।
এদিকে যারা প্রথম দুই ধাপে সুযোগ পাননি তাদের জন্য তৃতীয় ধাপের আবেদন নেওয়া হবে। ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা এ আবেদনে অংশ নিতে পারবেন। এরপর ৩ সেপ্টেম্বর রাত ৮টায় তৃতীয় ধাপের ফলাফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।
তৃতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ৪ সেপ্টেম্বর ভর্তি নিশ্চয়ন করতে হবে। পরের দিন ৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে সর্বশেষ মাইগ্রেশনের ফল।
ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।