স্পোর্টস ডেস্ক,
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্র্যান্ডিং ও মার্কেটিং উন্নয়নে অবশেষে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে আইএমজির ওপর আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগ্রহ প্রকাশ করা পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে থেকে আইএমজিকে বেছে নেওয়া হয়েছে। তিন বছরের জন্য তাদের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। সোমবার সিলেটে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম বলেন, “বিপিএলের স্পোর্টস মার্কেটিং কনসালটেন্ট ফার্ম হিসেবে আইএমজিকে নিয়োগ দেওয়া হয়েছে। আইএমজি বিশ্বের অন্যতম সেরা মার্কেটিং প্রতিষ্ঠান। আমরা জানি বর্তমানে বিপিএলের অবস্থা কী। এর মানোন্নয়নে যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার মধ্যে এটি অন্যতম। আমরা বিশ্বাস করি, বিপিএল আয়োজনে আইএমজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”