ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৩৭৮টি কলেজে এক শিক্ষার্থীও ভর্তি হয়নি। এছাড়া, প্রথম ধাপে ২৫,৩৪৮ জন শিক্ষার্থী তাদের পছন্দের কলেজ পায়নি। তাদের মধ্যে ৫,৭৬৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
ফলাফলের সংক্ষিপ্ত বিশ্লেষণ
দেশে মোট ৮,০১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান (কলেজ ও আলিম মাদরাসা) একাদশে কেন্দ্রীয়ভাবে ভর্তি কার্যক্রমে অংশ নিয়েছে।
প্রথম ধাপে আবেদন নেওয়া হয়েছিল ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত।
এই সময় ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেছে ১০,৭৩,৩১০ জন শিক্ষার্থী, যাদের পছন্দক্রমের সংখ্যা ৫৯,২৮,৫৬৭টি।
প্রথম ধাপে ১০,৪৭,৯৬২ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
যাদের কলেজ হয়নি, তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের পরামর্শ
শিক্ষা বোর্ড জানিয়েছে, যারা কলেজ পায়নি তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। “আমাদের অনেক আসন রয়েছে, তাই সবাই ভর্তির সুযোগ পাবেন। তবে দ্বিতীয় ধাপে আবেদন করার সময় নতুন কিছু পছন্দের কলেজ যোগ করুন এবং ১০টি পছন্দক্রম পূরণ করুন।”