সম্পাদক,
ভয়েস অফ গোপালগঞ্জ।
সময় যতই এগোচ্ছে, তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তার সংবাদ পরিবেশকে আমূল পরিবর্তন করেছে। কিন্তু সত্যি খবরের মূল্য, সমাজ সচেতনতা এবং স্থানীয় সমস্যা তুলে ধরার দায় আজও স্থানীয় সংবাদ মাধ্যমের ওপর সবচেয়ে বেশি।
গোপালগঞ্জের মতো জেলা-উপজেলার খবর অনেক সময় জাতীয় মিডিয়ার চোখে অদৃশ্য থেকে যায়। সেই ঘাটতিকে পূরণ করে ভয়েস অফ গোপালগঞ্জ। আমরা শুধুমাত্র খবর প্রকাশ করি না; আমরা সদ্যসৃষ্ট ঘটনা, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন, স্থানীয় মানুষের কথা ও তাদের চ্যালেঞ্জগুলো সরাসরি পাঠকের সামনে পৌঁছে দিই।
আজকের যুগে সংবাদকে শুধু ‘প্রকাশের’ মাধ্যম হিসেবে দেখা যথেষ্ট নয়। সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল, নিরপেক্ষ ও বিশ্লেষণাত্মক হতে হবে। আমাদের লক্ষ্য হলো—প্রতিটি প্রতিবেদনের মাধ্যমে পাঠকের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করা। একই সঙ্গে স্থানীয় সমস্যা এবং সুযোগ-সুবিধা উভয় ক্ষেত্রেই আমাদের রিপোর্টিং হতে হবে নির্ভুল, যাতে জেলা ও জনগণের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে।
আমরা জানি, সাংবাদিকতা শুধু ‘খবর সরবরাহের’ কাজ নয়; এটি সমাজের দর্পণ। তাই আমাদের সম্পাদকীয় দায়িত্ব হলো—সত্য, ন্যায়পরায়ণতা এবং জনসেবাকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশন করা। এই দায়িত্ব পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
আমরা বিশ্বাস করি, পাঠকের আস্থা এবং স্থানীয় জনগণের সমর্থনেই আমাদের সাংবাদিকতার মান বাড়বে, এবং গোপালগঞ্জসহ পুরো জেলার খবর বিশ্বের সাথে সঠিকভাবে সংযুক্ত হবে।