ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মধুমতি নদীতে নিখোঁজ ফার্মেসি মালিক মহানন্দ সরকারের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বৌলাতলী বাজারের বাবলু ফার্মেসির স্বত্বাধিকারী ছিলেন।
গত বৃহস্পতিবার (২১ আগস্ট) মহানন্দ সরকার নিখোঁজ হন। তিন দিন পর রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাটগাতী লঞ্চঘাট এলাকায় স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। অন্যদিকে স্থানীয়দের ধারণা, লাশটি কয়েকদিন আগেই নদীতে ভেসে আসতে পারে।
হঠাৎ করে এই ঘটনার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।