ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, “উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ—কাউকেই ছাড় দেওয়া হবে না।”
রোববার (২৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সারজিস আলম বলেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে।
তিনি সতর্ক করে বলেন, “শেখ হাসিনা তো প্রাণ নিয়ে পালাতে পেরেছেন, কিন্তু অন্যরা তা পারবেন না। জনগণ এত সহজ নয়।”
এদিকে, বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, “জনগণের অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।”
বৃহস্পতিবার (২১ আগস্ট) নেত্রকোনার মোহনগঞ্জে এক মতবিনিময় সভায় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।