ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “দেশ এখন স্থিতিশীল, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
সোমবার সকালে কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, ২০১৭ সালে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। এখন মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে নতুন করে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে। এ সময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ৭ দফা প্রস্তাব দেন এবং জাতিগত নির্মূল রোধে বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানান।
তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন আগামীকাল পর্যন্ত চলবে। এতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের পররাষ্ট্র, ত্রাণ ও নিরাপত্তা উপদেষ্টারা অংশ নিচ্ছেন।