প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2025 ইং
সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের মানোন্নয়নে সহযোগিতা করবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ
ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের মানোন্নয়নে মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে। এ লক্ষ্যে চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে শিগগিরই মানোন্নয়ন বিষয়ক কর্মশালার আয়োজন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ দেশীয় চলচ্চিত্রের মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে সরকারি অনুদানের জন্য মনোনীত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রযোজকদের নিকট অনুদানের প্রথম কিস্তির মঞ্জুরিপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে এবার চলচ্চিত্র বাছাই করা হয়েছে। অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর গল্পে রয়েছে বৈচিত্র্য। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে প্রকৃত ঘটনাপ্রবাহ ও সংবেদনশীলতা বজায় রাখতে হবে।”
তিনি আরও জানান, সরকারি অনুদানে নির্মিত সব চলচ্চিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণ করা হবে এবং ফিল্ম আর্কাইভ নিজস্ব ব্যবস্থাপনায় এসব চলচ্চিত্র প্রদর্শন করবে। একইসঙ্গে নির্ধারিত সময়সীমার মধ্যে চলচ্চিত্র নির্মাণ সম্পন্ন করার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ ও নূর মো. মাহবুবুল হক, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি এবং অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের প্রযোজকরা উপস্থিত ছিলেন।
এবার সরকারি অনুদানের তালিকায় রয়েছে ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে চার কিস্তিতে মোট ৭৫ লাখ টাকা এবং প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে চার কিস্তিতে মোট ২০ লাখ টাকা প্রদান করা হবে। এর মধ্যে প্রথম কিস্তি হিসেবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ১৫ লাখ টাকা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ৬ লাখ টাকা মঞ্জুরিপত্র প্রদান করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ গোপালগঞ্জ